নানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস
এম চোখ ডটকম, মেহেরপুর:
নানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে আজ ভোরে সূর্য উদোয়ের সাথে সাথে শহরের কলেজমোড়ে অবস্থিত স্মৃতিসৌধে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ডঃ মুনসুর আলম খান ও পুলিশ সুপার রাফিউল আলম। এরপর জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারী অফিসের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়।
নানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে মহান স্বাধীনতা দিবস পালন
75
previous post