এম চোখ ডট কম, মেহেরপুর :
নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি কোন নির্বাচনে যাবেনা। কারণ বর্তমান নির্বাচন কমিশন সরকারের একটি সাজানো নাটক। মেহেরপুরে বিএনপির সমাবেশে এমন অভিযোগ করেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয় সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম।
বুধবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপি আয়োজিত শহরের বোস পাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এ সমাবেশে উপরোক্ত অভিযোগ করেন তিনি। নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের মূল্য বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, সরকারের কোথাও লাগাম নেই। যার ফল ভোগ করছে সাধারণ জনগণ। জেল, মামলা ভীতি উপেক্ষা করে বিএনপি জনগনের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে জনগনের পাশে থাকতে চায় দলটি। তাই এক সপ্তাহের কর্মসূচী ঘোষণা দিয়েছে বিএনপি। প্রয়োজনে আরও বাড়ানো হবে বলে বক্তব্যে উল্লেখ করেন ডাঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, যুবদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সহ সাংগাঠনিক সম্পাদক ইফতেখার শরীফ অগ্নিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
339
previous post