নৌকার পক্ষে বজ্রকঠিন অবস্থান বলে দেয় গাংনী নৌকার ঘাঁটি-গাংনীতে আ.লীগ প্রার্থী ডাঃ সাগর
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুর-২ (গাংনী) আসনের আওয়ামী লীগ প্রার্থী ডাঃ আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর বলেছেন, নৌকার পক্ষে বজ্রকঠিন অবস্থান এবং আজকেরই এই জনজোয়ার প্রমাণ করে গাংনীর মাঠি হচ্ছে নৌকার ঘাঁটি। আগামি ৭ জানুয়ারী মেহেরপুর-২ আসনটি আমরা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে যাচ্ছি ইনশাল্লাহ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী বাস স্ট্যান্ডে আয়োজিত নির্বাচনী সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রচার-প্রচারণার শেষ দিনে বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের ঢল নামে। নৌকার ¯েøাগানে ¯েøাগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। নারী পুরুষ আর বিভিন্ন শ্রেণি পেশার মানুসের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে প্রাণবন্দ সভায় পরিণত হয়।
প্রধান গাংনীর মানুষেল প্রশংসা করে ডাঃ সাগর বলেন, নির্বাচনের আগে কোন প্রতিশ্রæতি নয়। শুধু এইটুকু বলি- আমাদের বুকে স্মার্ট গাংনী গড়ার স্বপ্ন। গাংনী উপজেলার প্রতিিিট ইউনিয়ন ও গ্রাম স্মার্ট হবে ইনশাল্লাহ। প্রতিটি গ্রামের মানুষের জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন সুবিধা পাবেন। তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর।
আওয়ামী লীগের ঐক্যের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আজ নির্বাচন কেন্দ্র করে যে ঐক্য তৈরী হয়েছে তা ধরে রেখে আমরা নির্বাচনের পর একটি সম্প্রতির সমাজ গড়বো। সম্প্রতির রাজনীতির মাঠ তৈরী করবো। এখানে ব্যবসা বান্ধব, শিক্ষা বান্ধব ও স্বাস্থ্য বান্ধব গাংনী আমরা উপহার দেব। উন্নয়নের মহাসড়কে গাংনীর অবস্থান শক্ত করতে নৌকা প্রতীক বিজয়ী করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
পৌর আওয়ামী লীগের সভাপতি সানোর হোসেন বাবলুর সভাতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাংনী পৌর মেয়র আহম্মে আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম বিশ^াস, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, সাবেক পৌর মেয়র আশরাফুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রেজাউল ইসলাম রেজা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, তেতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা, সাহারবাটি ইউপি চেয়রম্যান মশিউর রহমান, ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপুসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর যুবলীগ সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম।