পরীক্ষা দেওয়া হলো না মহুয়ার !
এম চোখ ডট কম, মেহেরপুর :
দশম শ্রেণির অর্ধ বার্ষিকী পরীক্ষা দিতে বড় ভাই পলাশের মোটর সাইকেলে চড়েছিল মহুয়া হোসেন তৃষা (১৪)। স্কুলে পৌছুনোর আগেই বাড়ির অদূরে প্রধান সড়কে ঘটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থায় মহুয়াকে বাঁচানোর প্রাণান্তর চেষ্টা ব্যর্থ। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি আজ রোববার বেলা সাড়ে এগারটার দিকে মেহেরপুর শহরে জেলা পরিষদের সামনে।
নিহত মহুয়া হোসেন মেহেরপুর বামনপাড়ার বাসিন্দা ও জেলা প্রশাসকের গাড়ি চালক কাজী মোমিন হোসেনের মেয়ে।
জানা গেছে, অর্ধ বার্ষিকী পরিক্ষার জন্য মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে যাওয়ার জন্য খালাতো ভাই পলাশের সাথে মোটর সাইকেলযোগে রওনা হয় মহুয়া। জেলা পরিষদের সামনে পৌঁছালে একটি অটোরিক্সা ও সাইকেল সামনে চলে আসে। মোটর সাইকেলটি সামনের দিকে এগিয়ে নিতে চাইলে একটি অটোরিক্সার সাথে ধাক্কা লাগে। এতে পলাশ ও মহুয়া সড়কে ছিটকে পড়েন। এসময় পিছন দিয়ে আসা একটি বালি বোঝাই পাওয়ার ট্রিলার ট্রলি মহুয়ার বুকের উপর দিয়ে চলে যায়। রক্তাত্ব জখম অবস্থায় স্থানীয়রা পলাশ ও মহুয়াকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মহুয়াকে মৃত ঘোষণা করেন। আহত পলাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। পারবারিক সম্মতিতে লাশ দাফনের নুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন মেহেরপুর আবহাওয়ার পূর্বাভাস ।। কেমন যাবে আগামি ১৫ দিন নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, জানালেন চিকিৎসক