পিরোজপুর ইউনিয়ন কৃষকলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
এম চোখ ডটকম,বারাদী : মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন কৃষকলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫ টায় যাদুখালি স্কুল এন্ড কলেজ হলরুমে সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষকলীগ নেতা মনসুর আলী সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেহেরপুর জেলা কৃষক লীগের সহ-সভাপতি মাহবুব উল আলম শান্তি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনারুল মিয়া, যুগ্ম সম্পাদক মেহেরপুর জেলা কৃষকলীগ, মশিউর রহমান পলাশ যুগ্ন সম্পাদক জেলা কৃষকলীগ, রফিকুল ইসলাম, সভাপতি, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ, মীর শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ, আবুল হাশেম, যুগ্ম আহবায়ক, সম্মেলন প্রস্তুত কমিটি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিরাজুল ইসলাম, সম্মেলনে পিরোজপুর ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন করা হয়। উপস্থিত নেতাকর্মীদের সমর্থনে মনসুর আলী সভাপতি ও সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তী একমাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা যায়।