পুকুর থেকে মাছ চুরি ।। গাংনীতে আতংকে মাছ চাষীরা
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের একটি পুকুর থেকে সাড়ে ৫ লাখ টাকার পাঙ্গাস মাছ চুরি হয়েছে। রাতের আধারে নানা কৌশলে চুরি হওয়ায় পুকুর মালিক প্রথমে বিষয়টি টের না পেলেও এখন চুরির বিষয়টি স্পষ্ট। এ ঘটনায় মাছ চাষীদের মাঝে বিরাজ করছে চুরি আতংক।
জানা গেছে, সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান তার নিজ গ্রাম জোড়পুকুরিয়া পোড়ার মাঠে কয়েকটি পুকুরে পাঙ্গাস মাছ চাষ করেন। প্রতিদিনের খাদ্য আর প্রয়োজনীয় পরিচর্যায় মাছগুলো বিক্রি উপযুক্ত হয়ে উঠছিল। এর মাঝেই একটি পুকুর থেকে দুই হাজারের বেশি পাঙ্গাস মাছ চুরি হয়। পুকুরটিতে আড়াই হাজারের উপরে পাঙ্গাস মাছ ছিল। মাছ চুরির নানা সন্দেহের পর সোমবার দুপুরে পুকুরে জাল টান দিলে বিষয়টি স্পষ্ট হয়।
চেয়ারম্যান মশিউর রহমান বলেন, প্রতিদিন আড়াই হাজার পাঙ্গাস মাছের খাদ্য দেওয়া হতো ওই পুকুরটিতে। খাবার দিতে গেলে মাছ সব এক জায়গায় চলে আসে। মাছের এই অবস্থান থেকে মাছের নানা তথ্য পাওয়া যায়। গেল কয়েকদিন ধরে খাবার দেওয়ার পর কিছু পরিমাণ খাবার পুকুরেই ভাসছিল। এতে ধারণা করা হচ্ছিল মাছের পরিমাণ অনেক কমে গেছে। নিশ্চিত হতে সোমবার জাল টানা হয়। এর পরেই নিশ্চিত হওয়া গেছে যে আনুমানিক সাড়ে ৩ হাজার কেজি মাছ চুরি হয়েছে যার বর্তমান বাজার মূল্য সাড়ে ৫ লাখ টাকা।
স্থানীয়রা জানান, মশিউর রহমানের পুকুরের কাছে আরও অনেকের পুকুর রয়েছে। রাতে অন্যন্যা পুকুরে মাছ ধরার ফাঁকে এ পুকুর থেকে কৌশলে মাছ চুরি করা হয়েছে। এ ঘটনায় অন্যান্য পুকুর মালিকদের মাঝে চুরি আতংক বিরাজ করছে। তাই চুরির সাথে কারা জড়িত তা খুঁজে বের করে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন আতংকিত পুকুর মালিকরা।
চেয়ারম্যান মশিউর রহমান জানান, এভাবে পুকুর থেকে মাছ চুরি হলে মানুষ তো মাছ চাষ থেকে মুখ ফিরিয়ে নেবে। চুরির রহস্য উৎঘাটন ও চোর গ্রেফতারের দাবিতে থানায় অভিযোগ করবেন বলে জানান মশিউর রহমান।