পুরো সপ্তাহ গাংনী বাজারে টোল আদায়ের বিষয়ে মাইকিং
এম চোখ ডট কম, গাংনী :
এখন থেকে সপ্তাহের সাত দিনই গাংনী ও বাঁশবাড়ীয়া বাজারে টোল আদায় করা যাবে বলে ঘোষণা দিয়েছে গাংনী পৌরসভা। বুধবার (১২ এপ্রিল) এ বিষয়ে গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীর নির্দেশনা সংক্রান্ত মাইকিং করা হয়।
ঘোষণায় বলা হয়, আগামি পয়লা বৈশাখ থেকে সপ্তাহের দুই দিন হাটের দিন ছাড়াও প্রতিদিন গাংনী এবং বাঁশবাড়ীয়া বাজারে টোল আদায় করা হয়। এ দু’টি হাটের তহহাট ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কাছ থেকে বিধি মোতাবেক টোল আদায় করা যাবে। এ বিষয়ে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন পৌর মেয়র আহম্মেদ আলী।
জানা গেছে, গাংনী ও বাঁশবাড়ীয়া বাজারে সপ্তাহের নির্ধারিত দুই দিন হাট বসে। আর তহহাট হিসেবে প্রতিদিনই সবজি, ফল ও অন্যান্য পণ্যের দোকান বসে। এছাড়ও গাংনী বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা তাদের পণ্যের পসরা সাজিয়ে বিক্রি করেন। সার সব কিছুই টোলের আওতাধীন বলে পৌরসভা নিশ্চিত করেছে।