এম চোখ ডটকম,গাংনী: মেহেরপুরের গাংনীতে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে এ কর্মসুচীর আয়োজন করা হয়। দীর্ঘ দিন পরে মাঠে নামার সুযোগ পেয়ে উদ্বেলিত ছিল নেতাকর্মীরা। আর বক্তৃতায় ছিল শোষন আর শাসনের বিরুদ্ধে কঠোর বার্তা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। তিনি বক্তৃতায় কর্মুসচী পালনে সহযোগিতা করায় পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তাদের উদ্দেশ্যে বলেন, আজকে যেভাবে আপনারা গণ মানুষের কাতারে দাঁড়িয়েছেন আগামিতেও গণমানুষের দাবি আদায়ে এভাবেই পাশে থাকবেন। দেশের সেবক হিসেবে আপনারা দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিবেন না এ প্রত্যাশা করি। আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, গত তের বছরে কে কি করেছেন তা সব খাতায় লেখা আছে। কেন টেন্ডারবাজি করেছে, কে চাকুরী দিয়ে টাকা নিয়েছেন, কে কোথায় কিভাবে অপরাধ করেছে তার সব খাতায় লেখা আছে। তাদের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, আমরা বল ফিল্ডে একেক করে তাদের ডেকে নিয়ে জনগণের টাকা জনগণের কাছে ফেরত দিব। আওয়ামী লীগ নেতাদেরকে মিথ্যা মামলার নোংরামি থেকে সরে আসার আহবান জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের পার্টি অফিসে হামলা চালায় তারা। আবার তারাই আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলায় দেয়। এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার না করা হলে আমরা মাঠে নামতে বাধ্য হবো। আওয়ামী লীগ আবারও ভোট ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে অভিযোগ করে নেতাকর্মীদের উদ্দেশ্যে জাভেদ মাসুদ মিল্টন বলেন, ২০১৮ সালে তারা কিভাবে রাতের অধারে ভোট চুরি করে ক্ষমতায় গিয়েছে। তারা মিড নাইট সরকার হিসেবে দেশে ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। আবারও একই কায়দায় ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। তাই ঐক্যবদ্ধভাবে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের সজাগ সতর্ক থাকার আহবান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি রেজাউল হক। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল, মনিরুজ্জামান গাড্ডু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, গাংনী পৌর বিএনপি সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, উপজেলা কৃষক দলের সভাপতি নাছির উদ্দীনসহ নেতৃবৃন্দ। বিএনপির পূর্ব ঘোষিত প্রতিষ্ঠা বার্ষিকীর এ কর্মসুচী পালন উপলক্ষে বিভিন্ন এলাকার নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা। বিকেল ৫টার দিকে কুষ্টিয়া সড়ক, হাটবোয়ালিয়া সড়ক ও মেহেরপুর সড়কের দিক থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলসহ দলীয় কার্যালয়ের সামনে আসে। বিপুল সংখ্যক নেতাকতমীদের হাতে ছিল দেশ ও দলীয় পতাকা। আবার কারো কারো হাতে দলীয় প্রতীক ধানের শীষ। তাদের মুখে ছিল সরকার বিরোধী নানা প্রকার ¯েøাগান। দীর্ঘদিন বিরোধী দলে থাকা আর প্রকাশ্যে কর্মসুচী করতে না পারার শিকল ভাঙ্গার উচ্ছাস ছিল তাদের মাঝে। তবে পুলিশের নানামুখী তৎপরতায় শান্তিপূর্ণভাবে কর্মুসচী সম্পন্ন হয়।
পুলিশ প্রশাসনকে এভাবেই জনগণের কাতারে থাকতে হবে-গাংনীতে বিএনপি’র সামাবেশে জাভেদ মাসুদ মিল্টন
292
previous post