প্রথম সরকারের শপথের দিন এবারও যথাযোগ্য মর্যাদায় পালন হবে মুজিবনগরে
এম চোখ ডটকম,গাংনী:
১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের ঐতিহাসিক ভবরপাড়া তথা মুজিবনগর আম্রকাননে বাংলাদেশর প্রথম সরকার শপথ গ্রহণ করে। এ সরকারের নেতৃত্বে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে বাঙালি। বছর বছর ১৭ এপ্রিল উদযাপন হয় মুজিবনগর দিবস। প্রতি বছরের ন্যায় এবারও মেহেরপুরে ঐতিহাসিক আম্রকানন ঘিরে নানা আয়োজন করেছে মেহেরপুর জেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
আজ বুধবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসটি উদযাপনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্দের ইতিহাস দেশ বিদেশের মানুষের মাঝে তুলে ধরতে ভোর থেকে রাত পর্যন্ত নানা কর্মসুচী গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্ব প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, পুলিশ সুপার এসএম নাজমুল হক, জেলা প্রশাসক সার্বিক শামীম হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, জেলা জজ আদালতের পিপি পল্লব ভট্টাচার্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
কর্মসুচীর মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে সরকারিভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় মুজিবনগর স্মৃতিসৌধ্যে পুষ্পমাল্য অর্পণ, গার্ড অব অনার, আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ দলীয় ও জাতীয় পতাকা উত্তোল, এবং শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভা্। এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয়ের আয়োজনে আলোকসজ্জা, আলোচনা সভা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে মেহেরপুর জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মাঝারি তাপপ্রবাহের কথা মাথায় রেখে প্রয়োজনীয় খাবার পানি সরবরাহ ব্যবস্থাপ ও আইন শৃঙ্খলা রক্ষায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হয়েছে।