ফরিদপুরে প্রাণ গেল মেহেপুরের দুই সহোদরের
হামিদুল ইসলাম, এম চোখ ডট কম, বারাদী:
ফরিদপুরের ভাঙ্গায় ইলিশ মাছ পরিবহনের যান চাপায় দুই সহোদর নিহত হয়েছেন। সোমবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজা-সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের পূর্বপাড়ার আদম আলীর ছেলে মাহফুজুর রহমান জিপু (৩০) ও তার ছোট ভাই হামিম রহমান (১৬)।
নিহত দুই সহোদরের পরিবারিক সুত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের একটি কওমি মাদ্রসায় শিক্ষকতা করেন মাহফুজুর রহমান জিপু। ওই মাদ্রাসার ছাত্র তার ছোট ভাই হামিম। সোমবার সকালে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে তারা বাড়ি থেকে বের হন। ফরিদপুরের ভাঙ্গা পৌঁছে মুন্সিগঞ্জে যাওয়ার জন্য অন্য একটি গাড়ির কাছে যেতে রাস্তা পার হচ্ছিলেন তারা। এসময় ঢাকাগামী ইলিশ পরিবহনের একটি যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাফজুজুর রহমান জিপুর নিহত হন। গুরুতর আহত হামিমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ভাঙ্গা থানার এসআই জুয়েল জানান, আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে দুই সহোদরের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এদিকে দুই সহোদর নিহতের ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন তাদের পিতামাতা ও স্বজনরা। এলাকায় বিরাজ করছে শোকের ছায়া। রাতের মধ্যে মরদেহ বাড়িতে আনার পর জানাযা শেষে দাফন করা হবে বলে জানা গেছে।