ফলোআপ: গাংনীর দুটি বিদ্যালয়ে ক্ষুদ্র নির্মান কাজে অনিয়মের তদন্ত করবে জেলা প্রাথমিক শিক্ষা অফিস
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া ও মুন্দা অলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত কাজে ব্যাপক অনিয়মের বিষয়ে গঠন হতে যাচ্ছে তদন্ত কমিটি। উপজেলা শিক্ষা অফিসার ও দুই প্রধান শিক্ষকের জোগসাজসে করা অনিয়মের অভিযোগ তদন্ত করবে মেহেরপুর জেলা শিক্ষা অফিস। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেশ রঞ্জন রায় অনিয়মের বিষয়ে সাংবাদিকদের জানান, বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। খুব দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এই তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে অনিয়মের বিষয়গুলো ধামাচাপা দিতে অপতৎরতা শুরু করেছেন প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকদ্বয়। তবে তাদের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজ ও স্থানীয় শ্রেণি পেশার মানুষের কাছ থেকেও প্রতিবাদ শুরু হয়েছে। সুষ্টু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে এমন দাবি করেছেন অনেকে। অভিযোগে প্রকাশ, ক্ষুদ্র মেরামতের কাজ হিসেবে জোড়পুকুরিয়া ও মুন্দা ওলিনগর প্রাথমিক বিদ্যালয় দুটিতে দুই লাখ করে চার লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। যা কাজ শেষে ৩০ জুনের মধ্যে বিদ্যালয় দুটির চার লাখ টাকা বিল পরিশোধ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। তবে বিদ্যালয় দুটির থেকে প্রাপ্ত খরচের ভাউচারের সাথে বাস্তব কাজের ব্যাপক গরমিল মিলেছে। নামকাওয়াস্তে কিছু কাজ দেখানো হয়েছে খরচের ভাউচারে। অন্যদিকে কাজ না করেই কিছু খরচের ভাউচার জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন : শিক্ষা অফিসারের সাথে প্রধান শিক্ষকদের জোগসাজস ॥ গাংনীর দুটি বিদ্যালয়ে ক্ষুদ্র নির্মান কাজে অনিয়ম মেঘনা নদী উত্তাল, হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত