174
ফিলিস্তিনি শহীদদের মাগফেরাত কামনায় মেহেরপুর জেলায় রাষ্ট্রীয় শোক পালন
এম চোখ ডট কম, মেহেরপুর :
সারা দেশের ন্যায় মেহেরপুরেও পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। ফিলিস্তিনে নিহত নাগরিকদের উপর হামলা ও নিহতদের মাগফিরাত কামনায় এ শোক পালিত হচ্ছে। নির্দেশনা অনুযায়ী সরকারি দপ্তরগুলো ও প্রতিষ্ঠানগুলোতে পতাকা অর্ধনমিত করা হয়েছে। এর পূর্বে সকল মসজিদগুলোতে দোয়া পরিচালনা করা হয়।
এছাড়াও জেলার বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দোয়া কামনা করা হচ্ছে। সরকারের এই পদক্ষেপকে ধন্যবাদ জানিয়েছে সাধারণ নাগরিকরা। ফিলিস্তিনের পাশে থাকার জন্য খুশি তারা।