বর্ণাঢ্য আয়োজনে গাংনীতে বাংলা নববর্ষ বরণ
মেহেরপুরের চোখ ডট কম, গাংনী:
বৈশাখ আর বাঙ্গালী মিলেমিশে একাকার তাই গাংনীতে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, লাঠিখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে মধ্য দিয়ে নববর্ষ উদযাপিত হয়েছে।
গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রবিবার সকাল থেকেই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে রমঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা খাওয়া।
সকাল সাড়ে আটটায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বর্নাট্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সার্বিক ব্যাবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, পৌরসভার মেয়র আহমেদ আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিকুল আলম ও গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত সবাই। অনুষ্ঠানের শেষে আকর্ষণীয় লাঠিখেলা অনুষ্ঠিত হয়।