Table of Contents
বাংলাদেশ সরকারি কর্মচারি কল্যাণ ফেডারেশন মেহেরপুর সদর উপজেলা কমিটি গঠন
এম চোখ ডট কম, মেহেরপুর :
বাংলাদেশ সরকারি কর্মচারি কল্যাণ ফেডারেশন মেহেরপুর সদর উপজেলার কমিটি গঠন করা হয়েছে। ত্রিবার্ষিক এ কমিটিতে জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার কুদরত-ই-এলাহি রানা সভাপতি ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার নুরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সকালে মেহেরপুর জেলা পরিষদ হল রুমে কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি কর্মচারি কল্যাণ ফেডারেশন মেহেরপুর সদর উপজেলা কমিটির আহবায়ক জেলা নির্বাচন অফিসের উচ্চমান সহকারি আল আমিন। বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি নাজির আফতাব আলী খান ও সাধারণ সম্পাদক তুষার আহম্মেদসহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সর্ব সম্মতভাবে কুদরত-ই-এলাহি রানাকে সভাপতি ও নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৮ সদস্য বিশিষ্ট সদর উপজেলা নির্বাহী কমিটি গঠন করা হয়। আগামি তিন বছর এ কমিটি সরকারি কর্মচারীদের কল্যাণে সাংগঠনিক দায়িত্ব পালন করবে।
এদিকে কমিটি গঠনের পর জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নতুন নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন। সাংগঠনিক কাজে সকলের সহযোগিতা কামনা করেছেন নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
আরও পড়ুন :
গাংনীতে সড়ক নিরাপদ রাখার দাবিতে মানব বন্ধন
হরদীপ হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক আইনে কি পদক্ষেপ নেবে কানাডা