349
বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন
এম চোখ ডটকম,মেহেরপুর:: মেহেরপুর সদর উপজেলার বাড়িবাকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রামাণ্য চিত্র ও ভ্রাম্যমান মুক্তিযোদ্ধা জাদুঘর প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কর্তৃক ভ্রাম্যমান মুক্তিযোদ্ধা জাদুঘর এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে একটি মুক্তিযোদ্ধা বিষয়ক প্রামাণ্য চিত্র দেখানো হয়। বাড়ি বাঁকা সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি কর্মসূচি কর্মকর্তা বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর হাকিমুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন, সহকারী শিক্ষক মুসাদ আলী, আমজাদ আলী, নূরে আলম আব্দুল মতিন , রিপন হোসেন প্রমুখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযোদ্ধা কর্তৃক ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শনের মাধ্যমে একাত্তরের প্রকৃত ইতিহাস তুলে ধরা হয়।