বাড়ির সামনে তারকাটার বেড়া গাংনীতে অবরুদ্ধ একটি পরিবার
এম চোখ ডটকম,গাংনী: বাড়ির সামনে তারকাটার বেড়া দেয়ায় একরকম অবরুদ্ধ হয়ে পড়েছে একটি পরিবার। জিবন যাত্রায় দেখা দিয়েছে স্থবিরতা। আদালত কর্তৃক নিষেধাজ্ঞা থাকার পরও প্রতিপক্ষ তা অমান্য করে বেড়া দিয়েছে। শুধু তাই নয়, অব্যাহত হুমকী দেয়ায় গোটা পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের তেরাইল কুঠি পাড়ায়।
ভুক্তভোগি নজিবুদ্দিনের ছেলে মহিবুল জানান, তার শরীকানা সম্পত্তিতে তিনি ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। তার বাড়ির সামনে আব্দরি রহমান ও তার লোকজন পাকা ঘর নির্মানসহ চারদিকে বাশের ও তারকাটার বেড়া দেয়ায় বাড়ি থেকে বের হবার রাস্তাটি বন্ধ হয়ে যায়। স্থানীয়ভাবে সালিশ করেও কোন সমাধান না হওয়ায় মেহেরপুর আদালতে দ্বারস্ত হন মহিবুল। বিজ্ঞ আদালত উভয়পক্ষকে শৃঙ্খলা বজায় রাখা ও প্রতিপক্ষকে প্রতিবন্ধকতা অপসারনের জন্য আদেশ দিয়ে নোটিশ জারী করেন।
গাংনী থানা পুলিশের এএসআই তরিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নোটিশ জারী করলেও তা উপেক্ষা করে প্রতিপক্ষ প্রতিবন্ধকতা অপসারণ করেন নি। বরং হুমকী ধামকী অব্যাহত রাখেন। এ ব্যাপারে মহিবুল ইসলাম গাংনী থানায় আরো একটি জিড করেন। যার নং- ১৩২৩ তাং- ২৯-০৮-২৩ ইং।