বারাদী গ্রামে অগ্নিকাণ্ড দিনমজুরর ঘরবাড়ি ভস্মীভূত।
এম চোখ ডটকম, বারানী:
মেহেরপুর সদর উপজেলার বারাদী গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দিনমজুর আনারুল ইসলামের ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে। সোমবার আনুমানিক বিকাল ৪টার দিকে বৈদ্যুতিক মিটার পুরে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে দিনমজুর আনারুল এর বসত ঘর বাড়ি নিমিষেই পুড়ে ছাই হয়ে গেছে। আনারুল ইসলাম বারাদী গ্রামের মৃত মঙ্গল সেখের ছেলে পেশায় একজন ডাব ব্যবসায়ী। জানা যায় আনারুলের ঘরে লাগানো বৈদ্যতিক মিটারটি শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে পরবর্তীতে নিমিষেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে তার বসত ঘরবাড়ি রান্নাঘর এবং ঘরে থাকা সকল আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা তার একটি মোটরসাইকেল নগদ ৪০ হাজার টাকা ও গৃহপালিত পশু পাখি পুড়ে যায়। প্রতিবেশীদের সহযোগিতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হয়। খবর পেয়ে মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান ঘটনা স্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করে এবং বারাদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেহেরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন ঘটনায়স্থলে যায় এবং উক্ত পরিবারকে নগদ দশ হাজার টাকা অনুদান প্রদান করে।
বারাদীতে অগ্নিকাণ্ডে দিনমজুরের ঘরবাড়ি ভস্মীভূত
172