192
বারাদীতে অতি দরিদ্রদের মাঝে ভিজিএফের চাউল বিতরণ
এম চোখ ডটকম,বারাদী: মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়ন পরিষদে অতি দরিদ্রদের মাঝে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাত টার সময় বারাদি ইউনিয়ন পরিষদে ইউনিয়নের ১৬ টি গ্রামের ১৩০০টি পরিবারের মাঝে অতি দরিদ্রের সামাজিক নিরাপত্তা বেষ্টনি কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং ( ভিজিএফ) কর্মসুচির এই চাউল বিতরণ করা হয়। চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, ইউনিয়ন সচিব আজিমউদ্দিন, মনিরুল ইসলাম,পারুলা, বিপ্লব, লিটন প্রমুখ।