বারাদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ
এম চোখ ডটকম,বারাদী: মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নে রবি ২০২৩-২৪ মৌসুমে বোরো ধান (হাইব্রিড) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে চারটায় বারাদী ইউনিয়ন পরিষদ চত্বরে বারাদী ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ করা হয়। বোরো (হাইব্রিড) ধান বীজ বিতরণের উদ্বোধন করেন মেহেরপুর সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম ফেরদৌস, ইউপি সদস্য জাকির হোসেন লিটন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বারাদী ইউনিয়নের তালিকা ভুক্ত কৃষকবৃন্দ। উপ সহকারী কৃষি কর্মকর্তা এসএম কুতুবউদ্দিন বলেন, ৪শ জন কৃষককে দুই কেজি করে ৮শ কেজি বোরো (হাইব্রিড) ধান বীজ বিতরণ করা হবে।