310
বারাদী ক্যাম্পের বিশেষ অভিযানে হেরোইনসহ ২ জন আটক
এম চোখ ডটকম,বারাদী: মেহেরপুর সদর উপজেলার বারাদী ক্যাম্প পুলিশের বিশেষ অভিযানে হেরোইন সহ দুইজন কে আটক করেছে পুলিশ । শনিবার রাতে অভিযান চালিয়ে বারাদী ইউনিয়নের মোমিনপুর গ্রামের মৃত রফাতুল্লার ছেলে জার্মান (৫২) ও পাশের গ্রাম কলাইডাঙ্গা মনির ছেলে পনিক ( ৩০) কে আটক করে। বারাদী ক্যাম্প ইনচার্জ এস আই মফিজুল ইসলাম জানায় গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই আহম্মেদ,এ এস আই হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ০৫ গ্রাম হেরোইনসহ ২ জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা সহ শনিবার রাতেই মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।