এম চোখ ডটকম, বারাদী : মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদী পল্লী বিদ্যুতের সাব স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় রাব্বি (১৪) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সে সদর উপজেলার রাজনগর গ্রামের আজিবর হোসেনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল চালকের আরোহী একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে মোঃ রানা (১৮) ও আনোয়ারুল ইসলামের ছেলে আলী হোসেন (১২)। আজ বিকেল তিনটার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে পল্লী বিদ্যুতের একটি পিকআপ ভ্যান বারাদী সাবস্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। পিকআপ ভ্যানটি সাব স্টেশনের সামনে পৌঁছালে ডানে মোড় নিতে গেলে পিছন থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এ ঘটনায় মোটরসাইকেল ও চালকসহ তিনজন সড়কের উপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হয় রাব্বি। স্থানীয়রা আলী হোসেন ও মোঃ রানাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসক।
বারাদীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
278