বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
এম চোখ ডট কম, বারাদী :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মেহেরপুর সদরের নবগঠিত বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিনের শুরুতেই সকাল ৭ টায় বারাদী ইউনিয়ন আওয়ামী লীগ অফিস কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। সেখান থেকে একটি শোক র্্যালী বের হয়ে বারাদী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ১৫ই আগষ্টে নিহত সকলের রূহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ইব্রাহিম শাহীন ও শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম ফেরদৌসের সভাপতিত্বে জাতীয় শোক দিবস পালন সফল করতে অগ্রণী ভূমিকা পালন করেন মেহেরপুর সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সহ সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম শফি, কুতুব উদ্দিন মুলক, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল মামুন, যুবলীগ নেতা রফিকুল ইসলাম, জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকন, গোলাম মোস্তফা শান্তি, শফিকুল ইসলাম , সাইদুর রহমান, জাকির হোসেন লিটনসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অপরদিকে মেহেরপুর বীজ উৎপাদন খামার, বিএডিসি বারাদী’র উপ-পরিচালক কে এম মনিরুজ্জামান নেতৃত্বে বারাদী উদ্যান ও খামারের কর্মকর্তা কর্মচারীদের একটি শোক র্্যালী বের হয়ে বারাদী বাজার প্রদক্ষিণ শেষে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়, মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি পালন করে। এদিকে, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনসুর আলী, ইউপি সদস্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন লিটন ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমানের আয়োজনে দরবেশপুর গ্রামে জাতীয় শোক দিবস উপলক্ষে সন্ধ্যার পর দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি মাহবুব আলম শান্তি, থানা আওয়ামী সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইউনিয়ন যুবলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে পাটকেলপোতা গ্রামে সন্ধ্যায় আলোচনা সভা ও তবারক বিতরণ করা হয়। যুবলীগ সভাপতিসহ আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল হামদু, ডায়মন্ড ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।