বারাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াই
এম চোখ ডট কম, মেহেরপুর,
মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদী ইউনিয়নের ভোট গ্রহণ হচ্ছে মেহেরপুর পৌরসভা ভোটের একই দিনে। ১৫ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পিরোজপুর, আমঝুপি, নবগঠিত বারাদী ও শ্যামপুর ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম নির্বাচনেই বারাদি ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয় প্রার্থীর ভোটযুদ্ধ হচ্ছে। প্রথম ব্যক্তি হিসেবে কে বসছেন চেয়ারম্যানের চেয়ারে তা চুড়ান্ত হবে ভোটারদের মাধ্যমে। তবে বারাদী ইউনিয়নে চেয়ারম্যঅন পদে ত্রিমুখী লড়াই হবে বলে জানালেন কয়েকজন ভোটার।
বারাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীর পাশাপাশি বিদ্রোহী স্বতন্ত্র ও জাসদ প্রার্থী রয়েছেন। নবগঠিত এই ইউনিয়নের ইতিহাসে এটি প্রথম নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম (নৌকা), জাসদ প্রার্থী নুরু উস সাফা (মশাল), স্বতন্ত্র প্রার্থী আরমান আলী (ঘোড়া), হাসিবুল হাসান বাবু (চশমা), নুর ইসলাম (রজনীগন্ধা) ও সালে আল আজিজ টনিক আনারস প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।
আরও পড়ুন কুমিল্লা সিটি নির্বাচনের পরিবেশ তৈরিতে কমিশন ব্যর্থ : মির্জা ফখরুল
জানা গেছে, নৌকা প্রতীকের প্রার্থী মোমিনুল ইসলাম সদর উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি এ পদ থেকে পদত্যাগ করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন। এছাড়াও সাম্প্রতিক সমেয় তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ফলে দলীয় মনোনয়ন প্রাপ্তির পাশাপাশি আওয়ামী লীগ নেতাদের তার প্রতি বিশেষ নজর রয়েছে। তবে মাঠে বিএনপির প্রার্থী না থাকলেও অন্য একাধিক প্রার্থী রয়েছেন। স্থানীয় নির্বাচন তাই দলীয় প্রভাবের পাশাপাশি এলাকার আধিপত্য বিস্তারের বিষয়য়টিও মূখ্য। এ কারণে এ ইউনিয়নে ত্রিমুখী প্রতিদ্বন্দীতার আভাস দিচ্ছেন ভোটাররা।
চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরাও মাঠে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। এসকল প্রার্থীদের কারলেই ভোটের আমেজ বৃদ্ধি পায় বলে মন্তব্য কয়েকজন ভোটারের।
বারাদী ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে পুষ্পরাণী (মাইক), সালমা (তালগাছ), বিউটি (হেলিকপ্টার), শাহিনা (সূর্যমুখী ফুল), পারভীনা বক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন।
সংরক্ষিত ২নং ওয়ার্ডে প্রতিদ্বন্দীতার করছেন সাগরিকা (বক), আজমিরা (মাইক), বুলবুলি (কলম), নুরজাহান (তালগাছ)।
সংরক্ষিত ৩নং ওয়ার্ডের প্রার্থীরা হলেন- ফারজানা (বক), শাহনাজ (হেলিকপ্টার), খাদিজা (মাইক) , শামসুন্নাহার (তালগাছ)।
আরও পড়ুন পিরোজপুর ইউপিতে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর লড়াই
সাধারণ ওয়ার্ড সদস্য (মেম্বর) পদে ১নং ওয়ার্ডে প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন- মুক্তি (ফুটবল), মোস্তাফিজুর (টিউবওয়েল), খাকছার (বৈদ্যুতিক পাখা, কাসেদ (মোরগ), আসাদুল (তালা)।
২ নং ওয়ার্ডের প্রার্থীরা হলেন- ইমাম-উল-হক (মোরগ), আব্দুস সালাম (তালা), আশরাফুজ্জামান (ভ্যান গাড়ি), মোখলেসুর রহমান (বৈদ্যুতিক পাখা), শফি মীর (ফুটবল), শাহিন আলী (টিউবওয়েল) ।
৩ নং ওয়ার্ডে রিপন (ক্রিকেট ব্যাট), তারিকুল (মোরগ), আকরাম (তালা), রবিউজ্জামান বাবু (ফুটবল) ও শরিফুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।
৪নং ওয়ার্ডের প্রতিদ্বন্দী প্রার্থীর হলেন- রিপন (ফুটবল), স্বাধীন (তালা), মুর্শিদকুলি মেঘা (মোরগ)।
৫নং ওয়ার্ডের প্রার্থীরা হলেন- সাইফুল (বৈদ্যুতিক পাখা), তাহাজ উদ্দিন (মোরগ), বেলাল উদ্দিন (তালা), কামরুজ্জামান (টিউবওয়েল) ও নজরুল ইসলাম (ফুটবল) ।
৬ নং ওয়ার্ডে জাহাঙ্গীর (মোরগ), শফিকুর রহমান (তালা), শাকমান মোল্লা ফুটবল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।
৭ নং ওয়ার্ডের প্রার্থীরা হলেন- মিজানুর রহমান (বৈদ্যুতিক পাখা), রফিকুল ইসলাম (ফুটবল), রেজাউল (টিউবওয়েল), কামাল (মোরগ) ও ইয়াদ শেখ (তালা)।
৮ নং ওয়ার্ডে সাইদুর (ভ্যান গাড়ী), শফিকুল (তালা), সোহাগ (বৈদ্যুতিক পাখা), জয়নাল (মোরগ), সিদ্দিক আজিজ বাবলু (ঘুড়ি), জাকির হোসেন (ফুটবল), হাফিজুর টিউবওয়েল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।
৯ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দীতা করছেন এমদাদুল (তালা), জাহাঙ্গীর (ফুটবল), দেলোয়ার (মোরগ) ও সুলতান আলী (টিউবওয়েল)।