240
এম চোখ ডটকম,বারাদী:
মেহেরপুর সদর উপজেলার বারাদীতে এস.এস বিদ্যানিকেতনে নবীনবরণ, সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল দশটায় নবগঠিত বারাদী ইউনিয়নের কলাইডাঙ্গা গ্রামে অবস্থিত এস.এস বিদ্যানিকেতন প্রাঙ্গণে নবীনবরণ, বারাদী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালক সেলিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন, মেহেরপুর এর সাধারণ সম্পাদক আফতাব আলী খান, নির্বাহী সদস্য ফায়েল উদ্দিন আহমেদ, বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মফিজুল ইসলাম, ওদুূদ শাহ্ ডিগ্রি কলেজ এর ভাইস প্রিন্সিপাল জিন্নাত আলী, সাংবাদিক ও কলামিষ্ট রফিক- উল আলম, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মহসিন আলী, অভিভাবক সদস্য মাহফুজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া অত্র বিদ্যালযের শিক্ষক শিক্ষার্থীসহ অভিভাবক বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের উপদেষ্টা সদস্য সিরাজুস সালেহীন ।