বারাদী ক্যাম্পের বিশেষ অভিযানে হেরোইনসহ ১ জন গ্রেফতার
এম চোখ ডট কম, বারাদী:
মেহেরপুর সদর উপজেলার বারাদী ক্যাম্প পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ৫গ্রাম হেরোইনসহ রেনুকা খাতুন (৩৭) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেফতার রেনুকা খাতুন শালিকা গ্রামের শাহারুল ইসলাম ওরুফে মাইকেলের স্ত্রী।
জানা গেছে, রেনুকা খাতুন হেরোইন বিক্রির উদ্দেশ্যে বারাদী বাজারের আদূরে টাওয়ার এলাকায় অবস্থান করছিল। এসময় বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মফিজুল ইসলাম, এ এস আই আহম্মেদ, এ এস আই হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় সাড়ে পাঁচ গ্রাম হেরোইনসহ রেনুকাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রেনুকার বিরুদ্ধে মামলাসহ সোমবার মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।