এম চোথ ডটকম, বারাদী : মেহেরপুর সদরের বারাদীতে বিএডিসি কৃষি ফার্ম শ্রমিক ইউনিয়নের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১ টায় বারাদী বাজারের জেলা পরিষদ মার্কেটের বিএডিসি কৃষি ফার্ম শ্রমিক ইউনিয়নের অফিস কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বারাদী কৃষি ফার্ম শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শ্রমিক ইউনিয়ন এর অডিট অফিসার আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাদী শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আজগর আলী খোকন, সাধারণ সম্পাদক কাজী আলম ও সদস্য আলমগীর হোসেন। আলোচনা সভায় বিএডিসি কৃষি শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের বিভিন্ন সুবিধা অসুবিধা, উন্নয়ন ও কল্যাণের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বারাদী কৃষি ফার্ম শ্রমিক ইউনিয়ন কমিটির ১৩ জন সদস্য সহ আমঝুপি খামার ও বারাদী খামারের সকল শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বারাদী বিএডিসি কৃষি ফার্ম শ্রমিক ইউনিয়নের বর্ধিতসভা অনুষ্ঠিত
275
previous post