296
এম চোখ ডটকম.বারাদী: মেহেরপুর বারাদী বাজার চুয়াডাঙ্গা – মেহেরপুর মহাসড়কে বারাদী বাজারে শতবছরের দুইটি গাছ মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে । প্রতিদিনই বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ বিভিন্ন কাজে কর্মে আসেন।বারাদী বাজার একটি ব্যস্ততম বাজার প্রতিদিন শত শত যানবাহন ও মানুষ চলাচল করে থাকে। বাজারের প্রাণকেন্দ্রে কয়েকটি এনজিও দোকান ও বসতবাড়ি রয়েছে সামনে সেই শতবর্ষী মৃত কড়ুই মেহগনি গাছটি এখন এলাকার মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকিপূর্ণ গাছটি ভেঙ্গে পড়ে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। ইতোমধ্যে গাছটির কয়েকটি শাখা ডাল ভেঙ্গে পড়েছে। যেকোন সময় ভেঙ্গে পড়তে পারে অবশিষ্ট ডালগুলো। গাছটি ভেঙ্গে পড়লে জান মালের ক্ষতি সাধিত হতে পারে বলে জানালেন স্থানীয় ব্যবসায়ী ও বাড়ির মালিক। বারাদী বাজারের স্থানীয় ব্যবসায়ী, সফর আলি ও বাড়ির মালিক মহরম বলেন, গাছটি অনেক আগেই মারা গেছে। এটি দীর্ঘদিন যাবৎ এভাবে দাঁড়িয়ে থাকায় এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। স্থানীয় মুদি ব্যবসায়ী ও বারাদী ইউনিয়ন ইউ, পি সদস্য খাকছার আলি জানান, ৩ নং জেলা পরিষদ মার্কেটের সামনে গাছটি কেটে অপসারণের জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। অনতি বিলম্বে কেটে অপসারণ না করা হলে যে কোনো সময় ঘটতে পারে প্রাণহানির মত ঘটনা। বিষয়টি মেহেরপুর জেলা পরিষদ কে দৃষ্টি আকর্ষণ করেন তিনি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন বলেন,এই বিষয়ে আমাকে কেউ অবহিত করেনি তবে এই গাছ দুটি অবশ্যই কেটে ফেলা উচিত তানা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান।এ সময় সাংবাদিক কে বলেন উপজেলা প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।