এম চোখ ডটকম, মুজিবনগর : বাল্য বিাবাহ প্রতিরোধে মেহেরপুর সিডিপি’র আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গুড নেইবারস বাংলাদেশ মেহেরপুর সিডিপি’র আয়োজনে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় মুজিবনগর উপজেলার বল্লভপুর সিডিপি‘র-গুডনেইবার্স অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় মেহেরপুর সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার বিভব দেওয়ানের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিডিপি’র সিনিয়র প্রেগ্রাম অফিসার এস.এম. রিফাত আল মাহমুদ, কো-অপারেটিভ অফিসার জয় চকৃবতী, এসএস মডেটার আষেশা খাতুন, ইয়োথ সদস্য তাজবিনা খাতুন প্রমুখ। আলোচনা সভায় ৬০ জন মা ও ৬০ তাদের শিশু এবং ৩০ জন অন্যান্য অতিথিবর্গ অংশ নেয়। ওই প্রজেক্টে স্পন্সর শিশু ও মায়েরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন কবিতা খাতুন ।
বাল্য বিবাহ প্রতিরোধে মেহেরপুর সিডিপি’র আলোচনা সভা অনুষ্ঠিত
195
previous post