বিএনপি নেত্রী রুমানা আহম্মেদের বহিস্কারাদেশ প্রত্যাহার
এম চোখ ডট কম, মেহেরপুর:
মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুমানা আহম্মেদের বহিস্কারেদশ প্রত্যাহার করেছে বিএনপি। উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী প্রতিদ্বন্দীতা থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পর এ সিদ্ধান্ত আসে কেন্দ্র থেকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ দফতর সম্পাদক এ্যাড. তাইফুল ইসলাম টিপুর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে্ এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ মে ২০২৪, প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সদস্য রোমানা আহমেদ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গত ২৬ এপ্রিল ২০২৪ তারিখে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল।
পরবর্তীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে নিজের ভুল বুঝতে পেরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ায় তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
প্রসঙ্গত, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করেন রোমানা আহম্মেদ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন অতিবাহিত হলেও তিনি সিদ্ধান্তে অনড় ছিলেন। তবে তিনি নির্বাচনী প্রচার প্রচারণায় ছিলেন না। রোববার দুপুরে মেহেরপুর প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রুমানা আহম্মেদ। একইসাথে দলের নেতাকর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।