বিএমটির ফলাফলে মেহেরপুরে শীর্ষে মুক্তিযোদ্ধা আহম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ
এম চোখ ডটকম, মেহেরপুর :
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিএমটির ফলাফলে সবার শীর্ষে মেহেরপুর জেলা সদরের মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ।
এবছর সদর উপজেলার মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ থেকে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করেন ৮৩জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭৬জন, পাশের হার ৯১.৫৭,
অন্যদিকে মেহেরপুর সেকেন্ডারী গার্লস স্কুল এন্ড কলেজে মোট পরীক্ষার্থী ছিলেন ২৩জন, পাশ করেছে ২০জন,পাশের হার ৮৬.৯৫, মুজিবনগর উপজেলায় আন নুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজে মোট পরীক্ষার্থী ৭০ জন,পাশ করেছে ৪৩ জন , জেলার গাংনী উপজেলার গাংনী সরকারী ডিগ্রী কলেজে মোট পরীক্ষার্থী ৮৭ জন, এর মধ্যে পাশ করেছে ৭৮ জন, পাশের হার ৮৯.৮৫, তেরাইল জোড়পুকুরিয়া কলেজে মোট পরীক্ষার্থী ৬৯ জন, এর মধ্যে পাশ করেছে ১৭ জন, পাশের হার ২৪.৬৩, গাংনী পাইলট স্কুল এন্ড কলেজে মোট পরীক্ষার্থী ১১৪ জন, এর মধ্যে পাশ করেছে ১০০ জন, পাশের হার ৮৮ ১৭, গাংনী টেকনিক্যাল এন্ড বিএম কলেজে মোট পরীক্ষার্থী ৪৩ জন, পাশ করেছে ৩২ জন, পাশের হার ৭৪ ৪১,
ধানখোলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মোট পরীক্ষার্থী ৩৮জন, পাশ করেছে ২৯ জন, পাশের হার ৭৬.৩১,হাড়াভাঙ্গা ডিএইচ ফাজিল মাদ্রাসা মোট পরীক্ষার্থী ২৯ জন, পাশ করেছে ২০ জন, পাশের হার ৭২ ৬৩।
জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে জেলা সদরের কারিগরি বিএমটি কলেজের মধ্যে এ বছর জেলায় এইচএসসি ফলাফলে মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ সবার শীর্ষে। শিক্ষার্থীদের এ ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহী উদ্দীন।
তিনি জানান,প্রতিবারের ন্যায় আমাদের কলেজের রেজাল্ট এবারো ভাল হয়েছে তবে জিপিএ প্রত্যাশা আরো বেশী আশা করেছিলাম কিন্তু সেটা হয়নি। ভবিষ্যতে আরো ভাল করার প্রত্যাশা আছে।এসময় তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এই ফলাফলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।