বিনা প্রতিদ্বন্দীতায় শান্তনা বিজয়ের পথে
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ২ নং ওয়ার্ডে (গাংনী মহিলা সদস্য পদে এখন একক প্রার্থী সাহানা ইসলাম শান্তনা। প্রতিদ্বন্দী দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করার বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ের পথে শান্তনা। এখন শুধু নিয়মতান্ত্রিকভাবে ঘোষণার অপেক্ষা।
আজ রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সাবেক ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী ও মাকসুদা খাতুন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
জেলা নির্বাচন অফিসার জানিয়েছেন, বিনা প্রতিদ্বন্দীতার এ পদের প্রার্থীকে নির্বাচনের দিন ১৫ অক্টোবর বিজয়ী ঘোষণা করা হবে।
শাহানা ইসলাম শান্তনা জেলা পরিষদের সাবেক সদস্য ও গাংনী পৌরসভার সাবেক মেয়র আশরাফুল ইসলামের সহধর্মিনী। তিনি কেন্ত্রীয় যুব মহিলা লীগের নেতা।