216
সফি/সোহাগ মন্ডলঃ মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শুক্রবার মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তোপধনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়েছে। ৭টায় মুজিবনগর স্মৃতিসৌধে পূষ্পমাল্য অর্পণ করেনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস ও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস। এরপর মুজিবনগর থানার ওসি মো: মেহেদী রাসেল, মুক্তিযুদ্ধা আহসান আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা জাতীয় পাটি (জেপি) সভাপতি মওলাদ খান, সাধারন সম্পাদক উজ্জল হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মেরাজ, টুরিষ্ট পুলিশ, উপজেলা ছাত্রলীগীগের সভাপতি হেলাল উদ্দীন, সম্পাদক শেখ সাকিব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মতিউর রহমান মতিন, উপজেলা কৃষকলীগীগের সভাপতি জাহিদ হাসান রাজিব, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারন সম্পদিকা তহমিনা খাতুন, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান, উপজেলা অফিসার্স ক্লাব, সরকারী টেকনিকেলস্কুল এন্ড কলেজ, মুজিবনগর আদর্শ মহিলা কলেজ, মুজিবনগর সরকারী শিশু পরিবার, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোস্তাকিম হক খোকন, বাগোয়ান ইউপি আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান মধু, মোনাখালী ইউপি আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম গাইন, মহাজনপুর ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ বল্টু, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান এসএম মাহাবুব আলম রবি। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পার্ঘ অর্পন করা করেন। ৮.৩০ মিনেটে উপজেলা মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা যৌথ ভাবে উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান জিউদ্দীন বিশ্বাস, নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, থানা ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল । পরে কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন পুলিশ, বি এন সি সি, আনসার ও ভিডিপি, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, কাব গালস্ গাইড। স্কুল কলেজের ছাত্র/ছাত্রীরা ডিসপ্লে¬ প্রদর্শন করে। ১১টায় বীর মুক্তিযুদ্ধা, যুদ্ধাহত মুক্তিযুদ্ধা ও শহীদ মুক্তিযুদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন প্রমুখ।