বিভাগীয় পর্যায়ে সাফল্য ।। এমএ খালেক ও ক্ষুদে ফুটবলারদের সম্মাননা
মেহেরপুর প্রতিনিধি (১৬/১০/২৩):
জাতীয় শিক্ষা পদক প্রতিযোগীতায় খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক এবং বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে রানারআপ পীরতলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে সম্মাননা দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার সভা কক্ষে উপজেলা শিক্ষা অফিসের মাসিক সভায় এ সম্মাননা দেওয়া হয়।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার নাসিরুদ্দীন। সভা শেষে গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক ও পিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিভাগীয় পর্যায়ে সাফল্যে অর্জন করে তারা মেহেরপুর জেলার মুখ উজ্জল করেছেন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন শিক্ষকরা।