বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনাসভা
এম চোখ ডটকম,গাংনী: বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৬২তম জন্ম জয়ন্তী পালনে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় গাংনী বাজার কাথুলী মোড়স্থ এ্যাড: এ কে এম শফিকুল আলমের চেম্বারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অ্যাড. এ কেএম শফিকুল আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিশিষ্ট কথাসাহিত্যিক রফিকুল ইসলাম রিজভী, গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলম, মুজিবনগর ডিগ্রি কলেজের প্রভাষক মোরাদ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল ওয়াদুদ, গাংনী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক রমজান আলী, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম পথিক, মেহেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আরটিভির জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম প্রমুখ। অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে তার জীবনী ও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।