বিশ্বনবীর অপমানের প্রতিবাদে গাংনীতে বিক্ষোভ সমাবেশ
এম চোখ ডট কম, গাংনী:
ভারতীর বিজেপির দুই নেতা কর্তৃক প্রিয়নবী হযরত মুহাম্মদক (সাঃ) নিয়ে কটুক্তির প্রতিবাদেগায়নীতে বিক্ষোভ সমাবেশ করেছেন তাওহীদি জনতা। শুক্রবার জুম্মার নামাজ শেষে গাংনী বাজার বাসস্ট্যান্ডে শহীদ রেজাউল চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
গাংনী দারুচ্ছালাম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ মহাসিন আলীর সভাপতিত্বে ও অত্র মসজিদের ঈমাম হাফেজ মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বকক্তৃতা করেন মুসল্লিরা।
বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও গাংনী পৌর বিএনপির সভাপতি মোরাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলফাজ উদ্দীন, গাংনী মাদরাসা পাড়া মসজিদের ঈমাম মাওলানা খালেদ সাইফুল্লাহ, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, যারা আমাদের প্রিয় নবীকে নিয়ে কটুক্তি করেছে তাদের বিচার করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রীকে আহবান জানাচ্ছি। ওআইসিকে এ বিষয়ে নেতৃত্ব দিতে অনুরোধ এবং প্রয়োজনে ভারতীয় পণ্য বর্জন করার অনুরোধও করেন তারা। অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের মুসল্লিরা অংশ গ্রহণ করেন।