এম চোখ ডটকমষ, ডেস্ক:
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিম অঞ্চল ও তত্সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। যার প্রভাবে শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টিপাতের ফলে সারাদেশে
জনজীবন অচল প্রায়।
আগামী দুদিন দেশের বিভিন্ন স্থানে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঝড়ো হাওয়াসহ এই বৃষ্টিপাতের ফলে শুক্রবার বিকেল থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। বৃহস্পতিবার শীতের তীব্রতা কিছুটা কমলেও আজ আবার বৃদ্ধি পেয়েছে।
এদিকে আজ মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময়ে তাপমাত্রা কমে গিয়ে শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিতে পারে। তাপমাত্রা ১০ আশেপাশে থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।
বৃষ্টি থাকতে পারে আরো দুদিন
272
previous post