বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গাংনীতে বিএনপির দোয়া মাহফিল
এম চোখ ডট কম, গাংনী:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দো’আ মাহফিল করেছে বিএনপি। গতকাল শুক্রবার বিকেলে গাংনী পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে বাস স্ট্যান্ড এলাকার কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মেহেরপুর জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো ও যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, উপজেলা যুবদল আহবায়ক আব্দুল মালেক চপল, পৌর যুবদল আহবায়ক সাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইনামুল হক ও জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দো’আ মোনাজাত পরিচালনা করেন মাও. জুবায়ের রহমান।
অনুষ্ঠানে বেগম জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দো’য়ায় অংশ গ্রহণ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তৃতায় জাভেদ মাসুদ মিল্টন বলেন, কেন্দ্র ঘোষিত আগামি ২৬ মার্চের খুলনা বিভাগের রোড মার্চ সফল করতে হবে। আমাদের নেত্রী এখন মৃত্যু শয্যায়। কেন মৃত্যু শয্যায়, কাদের জন্য শয্যায় তা আপনারা সকলেই জানেন। ওই একটি ঘরে গণতন্ত্র আবদ্ধ করে যারা বাংলাদেশের গণতন্ত্রের কথা বলে তাদের মুখের কথা বাংলাদের মানুষ বিশ^াস করে না। তাই চলমান আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন হবে এবং বেগম জিয়াই আগামিতে প্রধানমন্ত্রী হবেন।