ভোক্তার অভিযানে মেহেরপুরে দুই ব্যবসায়ীকে জরিমানা \ পোষাক ব্যবসায়ীদের প্রতি সকর্তকতা
এম চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুরে শহরের বড় বাজারে বাজার তদারকি করার সময় দুই ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মেয়াদ উত্তীর্ণ পণ্য দোকানে সাজিয়ে রাখার অপরাধে মেজবা স্টোর থেকে ৫ হাজার এবং পংকজ কুমার দাসের দোকান থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্বে ছিলেন ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মামুনুল হাসান। উপস্থিত ছিলেন ক্যাব মেহেরপুর সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কৃষি কর্মকর্তা তারিকুল ইসলাম, তহ বাজার ব্যবসায়ী সমিতি সভাপতি আব্দুস সামাদ ও ছাত্র প্রতিনিধি তামিম ইসলাম প্রমুখ।
নিত্যপ্রয়োনীয় পণ্যের দোকানগুলোতে তদাররিক পর ভোক্তার টিম পরিদর্শন করে পোষাকের দোকানগুলোতে। ঈদে জমজমাট বেচকেনার মধ্যে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ রয়েছে অসাধু কয়েকজন দোকানীর বিরুদ্ধে। যাদেরকে প্রাথমিকভাবে সকর্ত করা হয়েছে। রমজানের বাকি দিনগুলোতে পোষাকের দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সতর্ক তদারকি থাকবে বলে জানান সহকারি পরিচালক মামুনুল হাসান।