মহানবী (স:) কে নিয়ে ক.টু.ক্তির প্রতিবাদে গাংনীতে মানববন্ধন
এম চোখ ডট কম, গাংনী :
মহানবী হযরত মুহাম্মাদ রসুল ( স:) সম্পর্কে কটুক্তি ও অসালীন মন্তব্য করায় ব্লগার আসাদ নুর ও আবদুল্লাহ আল মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। বুধবার দুপুরে গাংনী বাসস্ট্যান্ডে তৌহিদী জনতার ব্যানারে এ প্রতিবাদী কর্মসুচী অনুষ্ঠিত হয়।
গাংনী দারুস সালাম মসজিদের ইমাম ও উপজেলা ইমাম সমিতির সভাপতি মাও. রুহুল আমিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাওলানা মোঃ আব্দুল কাদের, গাংনী উপজেলা মডেল মসজিদের ইমাম মাও. ইলিয়াস হোসেন, গাংনী মাদ্রাসা জামে মসজিদের ইমাম মাও. মোঃ খালেদ সাইফুল্লাহ, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় সাবেক শিক্ষক আনিসুজ্জামান বকুল ও গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সাল থেকে ব্লগার আসাদ নূর নামের একটি ব্লগ পেজ থেকে মু`সলিম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে ক/টুক্তি ও অশা\লীন মন্তব্য প্রকাশ করে আসছে। যা সারা পৃথিবীর মুসলিমরদর উপর চরম আ.ঘা.ত হেনেছে। গত কয়েকদিন আগেও আসাদ নূরের ব্লক পেজ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সম্পর্কে ক.টু.ক্তি করে একটি ভিডিও আপলোড করেছে। শুধু আসাদ নূরের পেজে নয়, আব্দুল্লাহ আল মাসুদ নামের একটি ব্লক পেজ থেকে মহান আল্লাহ তায়ালা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সম্পর্কে অ.শালী.ন অযৌক্তিক ভিডিও বক্তব্য প্রকাশ করেছে। এ সকল বক্তব্য এবং হযরত মুহাম্মদ সাল্লাহু সাল্লাম এবং মহান আল্লাহ তায়ালার সম্পর্কে যে ক.টু.ক্তি করেছে তা নেহায়েত বানোয়াট ভিত্তিহীন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দুই ব্লাগারের দৃ্ষ্টান্তমূলক সাজা দাবি করেন।