এম চোখ ডটকম, মুজিবনগর :
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে মুজিবনগর প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে মুজিবনগর উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: জিয়াউদ্দিন বিশ্বাস। মুজিবনগর থানা ইনচার্জ ওসি (তদন্ত) আব্দুল আলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মামুনুর রশিদ, উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান, কৃষি অফিসার ড, মাহফুজুর রহমান, সমাজ সেবা অফিসার আব্দুর রব, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান এসএম মাহাবুব আলম রবিসহ সরকারি অফিসের কর্মকর্তা, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন এসময় সেখানে উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতি সভায় থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবি দিবস পালনে মুজিবনগরে প্রস্তুতি সভা
240
previous post