মাথাভাঙ্গা পুনর্খননে এক হাজার টাকার প্রকল্প- আমতৈল গ্রামের কর্মীসভায় এমপি সাহিদুজ্জামান
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেছেন, মেহেরপুর-চুয়াডাঙ্গা জেলার পরিবেশের প্রাণ হচ্ছে মাথাভাঙ্গা নদী। এই নদী পুনর্খননের জন্য অনেক দিন থেকে চেষ্টা চলছে। অবশেষে চুড়ান্ত পর্যায়ে রযেছে এ কাজটি। কুষ্টিয়ার প্রাগপুর থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত পুনর্খননের জন্য এক হাজার কোটি টাকার একটি প্রকল্প আসছে। অচিরেই যাচাই-বাছাই শেষে এ প্রকল্পের কাজ শুরেু হবে। যা এ অঞ্চলের পরিবেশের ভারসম্য আর কৃষিতে একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।
মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় গাংনীর আমতৈল গ্রামে আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
আমতৈল গ্রাম আওয়ামী লীগ আয়োজিত এ কর্মীসভায় বর্তমান সরকারের নানা উন্নয়ন ও বিএনপি আমলের তুলনামূলক চিত্র তুলে ধরেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, সাহারবাটি ইউপি সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আবুল বাসার, সাবেক ছাত্রনেতা সাহিদুজ্জামান শিপু ও শফিক আহম্মেদসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।