মানসম্মত বীজ উৎপাদন,সংরক্ষণ বাজারজাতকরণ শীর্ষক প্রশিক্ষণ
এম চোখ ডট কম, মেহেরপুর : মানসম্মত বীজ উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ এবং বীজ আইন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ( ১৫ ম) সোমবার সকালে মেহেরপুর জেলা বীজ প্রত্যয়ন অফিসের আয়োজনে বীজ প্রত্যয়ন অফিসের হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বীজ প্রত্যয়ন অফিসার রঞ্জন কুমার প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীজ প্রত্যয়ন এজেন্সীর (গাজীপুর) পরিচালক কৃষিবিদ আহমেদ শাফী। প্রশিক্ষনে প্রধান অতিথি বলেন, বীজ আইন বিধিমালা অনুযায়ী প্রত্যেক বীজ ডিলার ও বীজ ব্যবসায়ীকে কার্যক্রম পরিচালনা করতে হবে। উত্তম বীজ উৎপাদনের জন্য বীজতলা থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত সকল নিয়ম কানুন মানতে হবে। গুনগত যেমনি একজন ব্যবসায়ীর সুনাম বৃদ্ধি করে তেমনি কৃষকও লাভবান হয়। দেশের খাদ্য চাহিদা মেটাতে বীজ উৎপাদকদের ভুমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে কৃষিবীদ আহমেদ শাফী আরও বলেন, যে সকল বীজ ব্যবসায়ী ও কৃষক বীজ উৎপাদন করেন তারা সকলেই গুনগত মানের বীজ বাজারজাত করবেন। যাতে করে কৃষকেরা ভালো বীজে ভালো ফসল ঘরে তুলতে পারেন। যার মধ্য দিয়ে খাদ্য উৎপাদনে আরও এগিয়ে যাবে দেশ। প্রশিক্ষনে মেহেরপুর জেলার বীজ উদপাদনকারী প্রতিণ্ঠান ও কৃষকরা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শঙ্কর কুমার মজুমদার, বিএডিসি মেহেরপুর উপ পরিচালক এনামুল হক।