মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছেন শেখ হাসিনা- গাংনীতে উঠান বৈঠকে মহিলা আ.লীগ নেত্রী লায়লা আরজুমান বানু
এম চোখ ডট কম, গাংনী:
গাংনীর মহিলা আওয়ামী লীগ নেত্রী লায়লা আরজুমান বানু বলেছেন, বিগত চার দলীয় জোট সরকারের আমলে মানুষের আরামের ঘুম কেড়ে নেয় সন্ত্রাসীরা। চাঁদাবাজি আর বোমাবাজিতে অতিষ্ট ছিল মানুষ। কখনও গোয়ালের গরু ডাকাতি করে নিয়ে গেছে আবার কখনও চাঁদা না পেয়ে বোমা হামলা করা হয়েছে। রাস্তাঘাটে চলাচলেও ছিল না কোন নিরাপত্তা। সন্ধ্যার পরে চলতে গেলেই ছিনতাইকারী ও ডাকাতের কবলে সর্বস্ব হারিয়েছেন অনেক মানুষ। তবে সেই চিত্র সম্পূর্ণ পাল্টে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাঁর দুঃসাহসিক পদক্ষেপের কল্যাণে সন্ত্রাসমুক্ত হয়েছে দেশ। দেশের জনগণের রাতের ঘুম আর নিরাপদ পথ চলার নিশ্চয়তা দিয়েছেন শেখ হাসিনা। তাই আসছে দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতৗক বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গাংনী উপজেলার নিত্যান্দপুর গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বর্তমান সরকারের ৫ বছরের উন্নয়ন ও শেখ হাসিনার সার্বিক উন্নয়ন প্রচারণার অংশ হিসেবে এলাকার নারীদের নিয়ে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নিত্যানন্দপুর গ্রামের মেরিনা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সামসুজ্জামান মঙ্গল, গাংনী পৌর যুবলীগ সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, নারীনেত্রী আল্পনা ও ছাত্রলীগ নেতা সবুজ প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় সরকারের চলতি মেয়াদে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন কর্তৃক বাস্তাবায়িত বিভিন্ন প্রকল্প তুলে ধরেন এমপি সহধর্মিনী লায়লা আরজুমান বানু।