মুজিবনগররে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থককেদের সংঘর্ষে ১৩ জন আহত
মেহেরপুরের চোখ . মুজিবনগর:
মুজিবনগর দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থককেদের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে এ ঘটে।
আহতরা হলেন, রফিকুল ইসলাম তোতার
কাপ পিরিচ সমর্থক ইসলাম শেখ (৬০), রমজান (২৬), শাজাহান ( ২৫) , আব্দুর ছাত্তার (৫৫), আনারুল (৫০), পিতা লোকমান শেখ । এদের সকলেরই বাড়ি মহাজনপুর গ্রামে।
অপর দিকে আমাম হোসেন মিলুর আনারস প্রতীকের সমর্থক সোহরাব হোসেন কালু (৪৮), সাইদ (২২) , সাহাবুদ্দীন (৫২), রাসেল (২২) , হাবিবুর (২২), উজ্জল (৩৩), মেহেরাব (২২), রমজান (১১)। এদেরও বাড়ি মজাজনপুর গ্রামে।
আহতদের সকলকে চিকিৎসার জন্য উদ্ধারপূর্বক মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে নিয়ে যায়। আহতদের ইসলাম হোসেনের মাথার বাঁশের আঘাত গুরুতর হওয়ায় মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করেছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
তবে এলাকায় পুলিশের টহল অব্যাহত রয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে মুজিবনগরের মহাজনপুর বাজারে মুজিবনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা ও সাবেক সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলুর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই প্রার্থীর নির্বাচনী অফিস পাশাপাশি হওয়ায় প্রচারনাকে কেন্দ্র করে এ উত্তেজনা শুরু হয়।
এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপসহ ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং আমাম হোসেন মিলু গ্রুপের লোকজন রফিকুল ইসলাম তোতার কাপ পিরিচের অফিসের চেয়ার ভাঙচুর করে। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয় ১৩ জন। খবর পেয়ে মুজিবনগর থানা ও কোমরপুর পুলিশ ক্যাম্পে মিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
মুজিবনগর থানা।
মুজিবনগহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত জানান, পরিস্থিতি নিয়ন্ত্রেণে যা যা করণীয় তা ই করা হচ্ছে।