জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের মুজিবনগরের বিভিন্ন গ্রামে নির্বাচনী গণসংযোগ
এম চোখ ডটকম, মুজিবনগর :
মুজিবনগরে জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বিভিন্ন গ্রামে নির্বাচনী গণসংযোগ করেছে। আজ রবিবার বিকেলে মুজিবনগর উপজেলা বাগোয়ান, আনন্দবাস, তারানগর ও জয়পুর গ্রামে পায়ে হেঁটে গণসংযোগ করেন। গণসংযোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিএনপি-জামায়াত যতোই জ্বালাও-পোড়াও করুক, অবৈধ্য হরতাল ডাকুক, দেশ বিরোধী আন্দোলন, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করুক না কেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে কেউ সরাতে পারবে না। বতমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা গ্রাম থেকে শুরু করে শহরের সব সেক্টরে উন্নয়ন কাজ করেছে। এই ধারা অব্যাহত রাখতে হলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকাকে বিজয়ী করে মহান সংসদে জননেত্রী শেখ হাসিনাকে পাঠাতে হবে। গণসংযোগ কালে ওই সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্নসম্পাদক এ্যাডভকেট ইব্রাহিম শাহিন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারন সম্পাদক আবুল কালাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান মধু, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মতিউর রহমান মতিন, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারন সম্পাদক তহমিনা খাতুন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান মানিক, ইউপি সদস্য মি: বাবুল মল্লিক, আব্দুর রকিবসহ কৃষকলীগ, তাঁতীলীগ, যুবমহিলালীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।