মুজিবনগরের বাগোয়ান ইউপি‘র সামাজিক সম্প্রীতি কমিটির সভা
এম চোখ ডটকম,মুজিবনগর: মুজিবনগরের বাগোয়ান ইউপি‘র, সামাজিক সম্প্রীতি কমিটির ব্যক্তিবর্গের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় বাগোয়ান ইউনিয়ন পরিষদের আয়াজনে অত্র ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেনের সভাপতিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ফিরাতুল ইসলাম, লুক হরেন্দ্র বিশ্বাস, জনপ্রতিনিধি কুতুব উদ্দীন, প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেন, ইউপি সদস্য মি: বাবুল মল্লিক, মি: সিবাস্তিন মল্লিক, আব্দুর রকিব, রফিকুল ইসলাম, ওমর আলী, আফরোজা খাতুন ও মাবিয়া খাতুন প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করে উজ্জল হোসেন। উপস্থিত ছিলেন সামাজিক সম্প্রীতি কমিটির ব্যক্তিবর্গেবৃন্দ।