256
এম চোখ ডটকম, মুজিবনগর ::
২০২২-২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সারা দেশের ন্যায় ১০কেজি হারে বিনা মূল্যে ভিজিএফ এর চাউল দুই হাজার পরিবারের মধ্যে বিতারণ করেছেন মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদ। আজ শুক্রবার সকাল ১০টায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়ের বাস্তবায়নে বাগোয়ান ইউনিয়ন পরিষদ চত্তরে অসহয় দরিদ্রদের মাঝে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ওই চাউল বিতরণ করা হয়। এ সময় বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, কম্পিউটার অপারেটার হাসানুজ্জামান উজ্জলসহ অত্র ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।