মুজিবনগরের ভবরপাড়া বাজারে আগুনে পুড়েছে চারটি দোকান ॥ অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি
এম চোখ ডট কম, মুজিবনগর :
মেহেরপুর জেলার মুুজিবনগর উপজেলার ভবরপাড়া বাজারে গভীর রাতে আগুন লেগে চারটি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা।
চারটি দোকানের মধ্যে একটি ছোট বড় দুটি কাপড়ের দোকান, একটি সাইকেল মিস্ত্রির দোকান এবং অপরটি চায়ের দোকান। ঘটনাটি রাত ২ টার দিকে বলে জানিয়েছেন স্থানীয়রা।
কাপড়ের দোকান ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় দোকানের বেচাকেনা শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। মধ্যরাতে আনুমানিক দুইটার দিকে মনির নামের একটি ছেলে ফোনে জানান যে দোকানে আগুন লেগেছে। তড়িঘড়ি দোকান মালিকরা ঘটনাস্থলে গিয়ে দেখেন আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। এসময় খবর দেওয়া হয় মুজিবনগর ফায়ার সার্ভিস স্টেশনে। ফায়ার সার্ভিস কর্মী ও গ্রামের লোকজন মিলে আগুন নেভানোর চেস্টা করে। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হলেও দোকানের মালামাল ও দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আনোয়ারুল ইসলাম, খোকন খাঁ, হাবিবুর ও জামাল উদ্দীনের পথে বসার উপক্রম বলে জানালেন স্থানীয়রা। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন দোকান মালিকরা। উর্পাজনের একমাত্র পুঁজি ও দোকান হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তারা। তবে আগুন লাগার সঠিক কারণ নির্ণয় এখনও হয়নি। দোকান মালিকদের দাবি পূর্ব শত্রুতার জের ধরে কেউ আগুন লাগিয়ে দিতে পারে।