মুজিবনগর আউশ উফলী ও গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।
এম চোখ ডটকম, মুজিবনগর :
মুজিবনগর উপজেলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস ।
মঙ্গলবার ১১ টার দিকে উপজেলা কৃষি অফিসে
২০২৩/২০২৪ অর্থবছরে আউশ উফশী ধান বীজ ও গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রোনোদনা কর্মসূচির অংশ হিসেবে এই বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমাম হোসেন মিলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান রাজিব, উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলম, উদ্ভিদ ক্ষেত্র সরকারি মিজানুর রহমান, প্রমুখ ।
এসময় মুজিবনগর উপজেলার চার ইউনিয়নের আউশ প্রনোদনা ৩৫০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি বীজ ১০ কেজি ডি এ পি এবং ১০ কেজি এম ও পি প্রদান করা হয়।
সেই সাথে গ্রীষ্মকালীন পেঁয়াজ চার ইউনিয়নের ১১ শো জন কৃষককে ১কেজি বীজ ডি এ পি ২০ কেজি,এম ও পি ২০ কেজি ২ শো টাকা সমপরিমাণ বালাইনাশক প্রদান করা হয় ।