মুজিবনগরে আওয়ামী লীগ প্রার্থীর গণসংযোগ
সোহাগ মন্ডল, মুজিবনগর:
স্মার্ট মেহেরপুর বিনির্মাণের লক্ষ্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর ১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে।
শনিবার বারোটার দিকে মুজিবনগর কেদারগঞ্জ বাজারে সাধারণ মানুষের কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ১ আসনের নৌকার মাঝি ফরহাদ হোসেন ।
এসময় সাথে ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এড ইব্রাহিম শাহিন মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সম্পাদক আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান মধু বিশ্বাস, সম্পাদক নজরুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার , বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন,মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহিদুজ্জামান মানিক , উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মহাসীন আলী , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মতিউর রহমান মতিন, সদস্য সচিব আয়ুব হোসেন, ইয়াং বাংলা ফিচার লিডারশিপের মুজিবনগর উপজেলা সভাপতি ও যুবনেতা হাসানুজ্জামান লালটু , বাগোয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহাগ সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।